Kazi Atif Hossain |
সর্বপ্রথম যখন প্রাচীন প্রস্তর যুগে মানুষেরা আগুন আবিষ্কার করেছিল, তখন থেকেই তারা বুঝতে পেরেছিল যে তাদের জীবনে আগুনের একটি বিশাল প্রয়োজনীয়তা আছে। এই প্রয়োজনীয়তা মেটানোর উদ্দেশ্যে ইতিহাসে নানান ধরনের মানুষ নানানভাবে চেষ্টা করেছে আগুন জ্বালাতে সাহায্য করবে এমন একটা কিছু তৈরি করার। অনেকে সফল হয়েছে অনেকে হয়নি। তবে, মানব ইতিহাসে যে মানুষটি আমাদের নিত্য প্রয়োজনীয় আগুন ধরানোর সর্বশ্রেষ্ঠ জিনিষ উপহার দিয়ে গেছেন তিনি হলেন ম্যাচবক্সের উদ্ভাবক জন ওয়াকার। যার মহান উদ্ভাবনের জন্যে আজ আমাদের নিয়ান্ডার্থালদের মতো পাথর ঘষে আগুন জ্বালানো লাগে না, যার উদ্ভাবনের জন্য আগুন জ্বালানো আমাদের জন্যে আজ হয়ে উঠেছে এক সেকেন্ডের ব্যাপার।
No comments:
Post a Comment