|
আমি শান্তনু মজুমদার। বাসস্থান ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর শহরে। নিজে দেশলাই বাক্স সংগ্রহ করতে ভালোবাসি এবং সেই ক্লাস সিক্সে পড়ার সময় থেকেই সংগ্রহ করি। যদিও আজ কয়েক বছর হল 'বাংলাদেশ ম্যাচবক্স কালেক্টর্স ক্লাব' এর একজন অনুরাগী হিসেবে এই সংগ্রহ সম্বন্ধে আরো জানতে পারছি। ছোটভাই আল-রাজী অনন্য এর অনুপ্রেরণা এখানে না বললে আমার অন্যায় হবে। আর শাকিল ভাইয়ের প্রতিটি পোস্ট উৎসাহ জাগিয়ে তোলে। নতুন প্রজন্ম এই সংগ্রহকে আপন করে নিক, সেটাই এখন একান্ত কাম্য। |
প্রথম ঘর্ষণ জনিত দেশলাই আবিষ্কার করেন জন ওয়াকার ১৮২৬ সালে। তিনি ছিলেন একজন ইংরেজ রসায়নবিদ। ওনার সব সময় আগ্রহ ছিল, কিভাবে সহজে আগুন জ্বালানো যায়। আজ ২৪২ তম জন্মদিনে এই বিজ্ঞানিকে জানাই অন্তর থেকে শ্রদ্ধা।
এই বিশেষ দিনে একটু আলোকপাত করছি 'দেশলাই' নামকরণ নিয়ে। সংস্কৃত শব্দ 'দীপশলাকা' থেকে এসেছে 'দিয়াশলাই'। আর 'দেশলাই' হল 'দিয়াশলাই' এর কথ্য রূপ।
No comments:
Post a Comment