|
আমি রাজ; কালো একটি ছেলে। হলুদ পাঞ্জাবি পড়ে রাতের পর রাত রাস্তায় ঘুরি। ইঞ্জিনিয়ারিং পড়েছি কোন সেমিষ্টারে বই না কিনে/ বই কেনার টাকায় কিনেছি গল্পের বই! ঘরের দেওয়ালে রঙিন কালি দিয়ে কবিতা লিখি। কাগজে-ক্যানভাসে ছবি আঁকতে ইচ্ছা করে না বলে শার্টে গেঞ্জিতে ছবি আঁকি। লজিক যদিও ভালো বুঝি না তবুও হাতে সারাদিন রুবিক্স কিউবি ঘুরাই। ভুত ভালো লাগলেও অদ্ভুত কিছু ভালো লাগে না বলে মাথায় পতাকা বেঁধে ম্যাজিক দেখিয়ে বেড়াই। নিশিপাওয়া রাতে সাদা-কালো ছক সামনে নিয়ে ভাবি সিসিলিয়ান ডিফেন্সে একটা নাইট কম হলে কিভাবে চেক-মেট দেয়া যাবে! আর এখন? রাজত্ব বির্ষজন দিয়ে যাবজ্জীবন অজ্ঞাতবাস! নাগরিক ঢাকা শহরে আহত সাদা ঘোড়া নিয়ে খুঁজে চলেছি জাদুর প্রদীপ!!! |
পুরস্কার ও সম্মাননা
কবি জসীম উদ্দীন পুরস্কার - ২০১৯
দিগন্ত সাহিত্য পুরস্কার - ২০২০
বাঙ্গালীর কন্ঠ সাহিত্য পুরস্কার - ২০২১
এশিয়া বুক অব রেকর্ডস - ২০২১
ওয়ার্ড ওয়াইড বুক অব রেকর্ডস - ২০২১
মাদার তেরেসা সম্মাননা - ২০২১
সেরা প্রবন্ধ উপস্থাপক - ২০২২
ওয়ার্ল্ড আইকন অ্যাওয়ার্ড - ২০২২
সাহিত্য পদক - ২০২৩
No comments:
Post a Comment