আমি শিমুল আহম্মেদ। দিনাজপুর আমার জন্মস্থান। চাকরির সুবাদে গাজীপুর থাকি। আমি নোট, কয়েন, স্ট্যাম্প , দিয়াশলাই , পুরোনো কাগজ ও লোগো সহ অন্যান্য কিছু সংগ্রহ করি । যেহেতু দিয়াশলাই সংগ্রহ করি তাই দিয়াশলাই এর সাথে সংশ্লিষ্ট সকল কিছু আমি ভালবাসি। দেশলাই আবিষ্কারক জন ওয়াকার ২৪২ তম জন্মদিনে গভীর শ্রদ্ধা নিবেদন করি। আমার সংগ্রহের কিছু দিয়াশলাই এর ছবি জন ওয়াকার জন্মদিনে উৎসর্গ করলাম । আর আমাকে এই সুযোগ করে দেয়ার জন্য BMCC কে ধন্যবাদ জানাই। |
No comments:
Post a Comment